সকল ষড়যন্ত্র প্রতিহত করে দেশের স্বার্থে আরও বেশি আন্তরিক হতে হবে
স্টাফ রিপোর্টার: আনন্দ উল্লাসে উদযাপন করা হয়েছে বিজিবি-৬ এর প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল বুধবার চুয়াডাঙ্গা জাফরপুরস্থ ব্যাটালিয়ন সদর দফতরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। তিনি মহান মুক্তিযুদ্ধে তৎকালীন ইপিআর আজকের বিজিবির অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে বর্তমানে কর্তব্যরত সকলকে দেশগড়ার কাজে আন্তরিক হওয়ার আহ্বান জানান।
সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বিজিবি-৬ এর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা পূর্ব সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে প্রধান অতিথি সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি বলেন, স্বাধীনতার আগে আমরা পদে পদে নিস্পেশিত হয়েছি। আমাদের ওপর চাপিয়ে রাখা হতো অন্যদের। বঙ্গবন্ধর একক নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করেছি। এখন আমাদের সন্তানেরাই আমাদের দেশ গড়ার কাজে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। এটা একসময় ভাবাও যেতো না। নানা ষড়যন্ত্র ছিলো। সব ষড়যন্ত্র প্রতিহত করে, ৩০ লাখ প্রাণ, বহু মা বোনের সমভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি। মুক্ত করেছি দেশ। স্বাধীনতার পরও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দেশের স্বার্থে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। বিজিবির প্রত্যেক অফিসার, সদস্য দেশের অতন্ত্র প্রহরী। জাতির কল্যাণে বিজিবি বরাবরই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। বিজিবির আন্তরিক প্রচেষ্টার কারণেই মাদকের ছড়াছড়ি হ্রাস পেয়েছে। সকলে আরও আন্তরিক হলে মাদক আমাদের জাতির ভবিষ্যতদের অধপতনে ঠেলতে পারবে না। ফলে সকলকে এদিকে বিশেষ নজর রাখার আনুরোধ জানাচ্ছি।
গতকাল বুধবার দুপুরে বিজিবি-৬ ব্যটালিয়ানের খেলার মাঠে মধ্যন্যভোজসহ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। আয়োজনে অতিথি ছিলেন বিজিবি যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল গনি খান, এনডিসি, পিএসসি, বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল জিয়া সাদাত খান, চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ, চুয়াডাঙ্গা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, মেহেরপুর জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা পুলিশ সুপার, মেহেরপুর পুলিশ সুপারসহ এলাকার বিভিন্ন দফতরের প্রধানগণ। চুয়াডাঙ্গাস্থ ৬ বিজিবির অধিনায়ক অতিথিদের স্বাগত জানান। উপঅধিনায়ক স্বাগত বক্তব্য রাখেন। শুভেচ্ছ বক্তব্য রাখেন যশোর আঞ্চলিক বিজিবির কামান্ডিং অফিসার।