দেশ বিদেশের টুকিটাকি

সেই এশাকে বিয়ে করছেন ছাত্রলীগের সোহাগ
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের তৎকালীন আলোচিত সভাপতি ইশরাত জাহান এশাকে বিয়ে করছেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। গত মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে এ তথ্য জানান সোহাগ। কোটা সংস্কার আন্দোলন চলাকালে আলোচিত ছিলেন ছাত্রলীগ নেতা এশা। তাদের বিয়ে নিয়ে মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী তাদের বিয়ের তারিখ ঠিক করে দিয়েছেন বলে সামাজিক ফেসবুকে প্রচার করেন সোহাগ। এশা ও সোহাগের দুই পরিবারসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি ফেসবুকে পোস্ট করে সাইফুর রহমান সোহাগ লিখেন, ‘আমার অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বিয়ের তারিখ ৫ ফেব্রুয়ারি ঠিক করে দিয়েছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। ঐধঢ়ঢ়ু ঘবি ণবধৎ.

রিফাত হত্যা মামলায় মিন্নিসহ ১০ আসামির বিচার শুরু
স্টাফ রিপোর্টার: বরগুনায় শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। বরগুনা জেলা ও দায়রা জজ মো.আছাদুজ্জামান বুধবার শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ৮ জানুয়ারি মামলার স্বাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। এর মধ্যদিয়ে চাঞ্চল্যকর এ হত্যা মামলার বিচার শুরু হলো। গত ২ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত আসামিরা হলেন রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো: হাসান (১৯), মো. মুসা (২২), আয়শা সিদ্দিকা মিন্নি (১৯), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)।এ ছাড়া এই মামলায় শিশু অপরাধী হিসেবে চার্জশিটভুক্তরা হচ্ছে- রাশিদুল হাসান রিশান ওরফে রিশান ফরাজী (১৭), রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫), আবু আবদুল্লাহ ওরফে রায়হান (১৬), ওলিউল্লাহ ওরফে অলি (১৬), জয় চন্দ্র সরকার ওরফে চন্দন (১৭), মো. নাইম (১৭), তানভীর হোসেন (১৭), নাজমুল হাসান (১৪), রাকিবুল হাসান নিয়ামত (১৫), সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ (১৭), মারুফ মল্লিক (১৭), প্রিন্স মোল্লা (১৫), রাতুল শিকদার জয় (১৬) ও আরিয়ান হোসেন শ্রাবন (১৬)।

বিপর্যস্ত অর্থনীতির বদলে ধর্মকে প্রাধান্য মোদীর
মাথাভাঙ্গা মনিটর: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধর্ম, ঐতিহ্য এবং সংস্কৃতিকে প্রাধান্য দিতে গিয়ে অর্থনীতিকে অবহেলা করেছেন বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন অর্থনীতিবিদ স্টিভ হ্যাঙ্ক। তার মতে, কঠিন ও প্রয়োজনীয় আর্থিক সংস্কারের সদিচ্ছা নেই মোদী সরকারের। ফলে ২০২০ সালে জিডিপি বৃদ্ধি ৫ শতাংশে নিয়ে যেতে হিমশিম খেতে হবে ভারতকে। প্রবৃদ্ধি হ্রাসের কারণ হিসেবে মূলধনের অভাব তথা ঋণ সঙ্কোচনের কথাও উল্লেখ করেছেন হাঙ্ক। গত বছরের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার নেমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৫ শতাংশ, যা ছয় বছরে সর্বনিম্ন। এই ফলাফল আসার আগে থেকেই অবশ্য অর্থনীতির ঝিমুনির ইঙ্গিত মিলছিলো। গাড়ি শিল্পে সঙ্কট, নতুন শিল্প বিনিয়োগে ভাটা, বেকারত্ব বৃদ্ধি তথা নতুন কর্মসংস্থান সৃষ্টি না হওয়া, দ্রব্যমূল্য বৃদ্ধি ও মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ার মতো বিষয়গুলি নিয়ে উদ্বেগ বাড়ছিলো ক্রমেই। তিন মাস পরেও সেই পরিস্থিতির খুব একটা রদবদল হয়নি। অদূর ভবিষ্যতে ঘুরে দাঁড়ানো যাবে, এমন ইঙ্গিতও নেই শিল্পমহলে।

মেক্সিকোর জেলখানায় সহিংসতায় ১৬ কয়েদি নিহত
মাথাভাঙ্গা মনিটর: মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য জাকটেকসের একটি জেলখানায় কয়েদিদের মধ্যে সহিংসতায় অন্তত ১৬ জন কয়েদি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচ জন। গত মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে জেলখানা কর্তৃপক্ষ। এক বিবৃতিতে সরকার নিহতের খবর নিশ্চিত করে জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় বিকাল আড়াইটায় জেলখানার ভেতরে কয়েদিরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় পুলিশ এক কয়েদিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এবং তিনটি বন্দুক ও কয়েকটি ছুরি উদ্ধার করেছে। বিবৃতিতে বলা হয়, এই ঘটনার পর কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সহিংসতার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Leave a comment