গেঁদে-দর্শনা স্থলবন্দর পরিদর্শন করলেন ইন্ডিয়া ল্যান্ড অর্থরিটির চেয়ারম্যান ও বর্ডার ম্যানেজমেন্ট সচিব

স্টাফ রিপোর্টার: দর্শনা স্থলবন্দর দিয়ে সড়ক পথে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরুর লক্ষ্যে গেঁদে-দর্শনা স্থলবন্দর পরিদর্শন করলেন ইন্ডিয়া ল্যান্ড অর্থরিটির চেয়ারম্যান ও বর্ডার ম্যানেজমেন্ট সচিব। শুক্রবার দুপুরে বন্দর এলাকা পরিদর্শন করেন ইন্ডিয়া ল্যান্ড অর্থরিটির চেয়ারম্যান ও বর্ডার ম্যানেজমেন্ট সচিব আদিত্য মিশ্রা ও বর্ডার ম্যানেজমেন্ট সচিব এন এন সিনহা। এ সময় বিএসএফর উচ্চ পর্যায়ের কর্মকর্তরা উপস্থিত ছিলেন। এটি ছিল উচ্চ পর্যায়ের টিম। এসময় বিজিবির দর্শনা কোম্পানী কমান্ডার জহির উদ্দিন সীমান্তে সবধরনের সহযোগীতা করেন। দর্শনা পুর্নাঙ্গ স্থলবন্দর বাস্তবায়ন কমিটির পক্ষে সাংবাদিক রেজাউল করিম লিটন ও আশরাফুল হক উলুম বন্দর বাস্তবায়নের যাবতীয় বিষয়গুলো ইন্ডিয়া ল্যান্ড অর্থরিটির চেয়ারম্যান ও বর্ডার ম্যানেজমেন্ট সচিব এর কাছে তুলে ধরেন।
গেঁদে-দর্শনা বন্দর দিয়ে সড়ক পথে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করতে বর্তমান অবকাঠামোসহ যাবতীয় বিষয়গুলো দেখে সন্তোষ প্রকাশ করেন।