নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র। টাইব্রেকারে জিতলো প্রবীনরা।

চুয়াডাঙ্গায় জমাকালো আয়োজনে অনুষ্ঠিত হলো নবীন প্রবীনদের প্রীতি ফুটবল ম্যাচ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জমাকালো আয়োজনে অনুষ্ঠিত হলো নবীন-প্রবীনদের প্রীতি ফুটবল ম্যাচ। চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হয়। খেলার ফলাফল নিশ্চিত করতে নেওয়া হয় টাইব্রেকারের সহায়তা । টাই ব্রেকারে ৩-২ গোলে জয়লাভ করে প্রবীন একাদশ।

দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা মাঝের পাড়ার নবীন-প্রবীনদের মধ্যে একটি সোহার্দপূর্ণ পরিবেশে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি। তাইতো গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী টাউন ফুটবল মাঠে আয়োজন করা হয় নবীন-প্রবীনদের মিলন মেলার উদাহরণরুপী ফুটবল ম্যাচটি। বিকেল ৩টা থেকেই চুয়াডাঙ্গা মাঝেরপাড়ার প্রবীন (বয়স্ক) ফুটবল খেলোয়াড়রা জার্সি পরিহিত অবস্থায় টাউন মাঠে জমা হতে থাকে। নীবনরা তো অনেক আগেই মাঠে পৌছে নিজেদের কসরত সেরে নেন। বিকেল সাড়ে ৩টায় শুরু হয় আর্কষনীয় ফুটবল ম্যাচটি। ম্যাচটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা ফুটবলের সবচেয়ে ভাল সময়ের সাড়া জাগানো কৃতি ফুটবলার মানিক। তার সহকারি হিসেবে ছিলেন হিরা, পান্না ও শিহাব। টসে জয়লাভ করে নবীন দলের অধিনায়ক আরিফুল ইসলাম গোলবার পছন্দ করেন। ফলে কিক অফের মাধ্যমে খেলা শুরু করেন প্রবীন দলের অধিনায়ক শাহনেওয়াজ ফারুক। এ সময় মাঠে জমে যায় প্রায় হাজার খানেক দর্শক। যার অধিকাংশ দর্শকই চুয়াডাঙ্গা মাঝের পাড়ার। আর বাকী দর্শকগুলো ছিলেন পথচারী ও প্রধান সড়কের অটো চালকরা। অটো চালানোর একটু অবসরে টাউন ফুটবল মাঠের এ ফুটবল খেলায় যেন কিছুটা হলেও প্রাণ সঞ্চার করেছিল নবীন-প্রবীনদের এ নিরুত্তাপ ফুটবল যুদ্ধ। আক্রমন ও পাল্টা আক্রমন যখন তুঙ্গে, তখন কিন্তু মাঠের চারিদিকে জমা হয়ে যায় আরো হাজার খানেক ফুটবল প্রেমী দর্শক। কেউ কেউ বলতে থাকেন চুয়াডাঙ্গা মাঝের পাড়ার মহিলারা ছাড়া সকল শিশু-কিশোর ও পুরুষরাই মাঠে খেলা দেখতে হাজির হয়েছেন। প্রথমার্ধ গোল শুন্য থাকলেও দ্বিতীয়ার্ধে উভয় পক্ষের জালে ২-২ করে চারটি গোল জমা হয়। সিংগাপুর প্রবাশী সাবেক কৃতি ফুটবলার মানিকের শেষ বাঁশি দেওয়ার আগ পর্যন্ত ২-২ গোলে খেলাটি ড্র-হয়। ফলে ফলাফল নিশ্চিত করতে নেওয়া হয় টাইব্রেকারের সহায়তা। টাইব্রেকারে প্রবীনরা ৩-২ গোলে জয়লাভ করেন। খেলা শেষে নবীনদের পক্ষে খেলায় অংশগ্রহনকারী ফুটবলার চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ প্রবীন ও নবীন ফুটবলাদের গোলায় পরিয়ে দেন মেডেল। সবশেষে প্রীতি ফুটবল ম্যাচের চ্যাম্পিয়ণ প্রবীনদের হাতে তুলে দেন চ্যাম্পিয়ণ ট্রফি ও নীবনদের হাতে তুলে দেওয়া হয় রানার আপ ট্রফি। রাতে আয়োজন করা আনন্দঘন পরিবেশে প্রীতিভোজ। যেখানে অংশ গ্রহন করেন নবীন-প্রবীন ফুটবলার ও আমন্ত্রিতরা । খেলাটির ধারাবিবারণী দেন দৈনিক মাথাভাঙ্গার স্পোর্টস রিপোর্টার ও চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক ইসলাম রকিব।