দামুড়হুদায় ফেনসিডিল ইয়াবা ও গাজাসহ আটক-২

দর্শনা অফিস ঃ দামুড়হুদায় পুলিশ-বিজিবি মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে উদ্ধার করেছে ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট ও গাজা। আটক করেছে ২ জনকে। আটককৃতদের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটার দিকে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বাড়াদি বিজিবি ক্যাম্পের হাবিলদার রমজান আলী সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদক বিরোধী অভিযান চালান। এ অভিযানে বিজিবি সদস্যরা নাস্তিপুর মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে ১৩ কেজি গাজা। দুপুর পৌনে ১২ টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই জাকির হোসেন এবং এএসআই মারুফ হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান দর্শনা মেমনগরে। পুলিশ মেমনগর স্কুল মোড়ে থেকে গ্রেফতার করে দামুড়হুদার কুড়–লগাছি ইউনিয়নের হরিশচন্দ্রপুর নতুনগ্রামের আকবর আলীর ছেলে আলফাজ উদ্দিনকে (২০। আলফাজের কাছ থেকে ১৯ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ। এ ঘটনায় এসআই জাকির হোসেন বাদি হয়ে গতকালই আলফাজের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। বিকাল ৫ টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার জহির উদ্দিন সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদক বিরোধী অভিযান চালান দর্শনা পৌর এলাকার জয়নগরে। জয়নগরের একটি আমবাগান থেকে বিজিবি সদস্যরা আটক করে ওই মহল্লার আজিজুল হকের ছেলে সাগরকে (২০)। সাগর কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল উদ্ধারের তথ্য দিয়েছে বিজিবি। এ ঘটনায় সুবদোর জহির উদ্দিন বাদি হয়ে গতকাল দামুড়হুদা থানায় আটককৃত সাগরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুরের একটি মেহগনি বাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন।।