টিপ্পনী
খবর: (অনড় এরশাদ, মুখ খোলেননি রওশন)
বিবির নাটক স্বামীর নাটক
চলছে নাটক মঞ্চেতে,
সব হারামির বিচার হবে
অনেক নেতাই কন চেতে।
জ্বালাও পোড়াও চলছে দেশে
বিরোধী দল যাচ্ছে ফেঁসে
ঘেন্না লাগে ছি!
গদির আশায় বিভোর সবাই
বাঁচার উপায় কী?
নাটক নাটক ভোট,
সব নাটকের কবর দিয়ে
জিতবে মহাজোট!
-আহাদ আলী মোল্লা