আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুজনের কারাদ- ও জরিমানা

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় গাঁজা ব্যবসা ও সেবনের অপরাধে দুজনকে কারাদ- ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্টেট হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলার খাসকররা ইউনিয়নের কাবিলনগর গ্রামের মৃত আফিজউদ্দিনের ছেলে মিঠু (৪০) দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসা ও একই গ্রামের মৃত এবাদৎ ম-লের ছেলে মোন্তাজ আলী (৪৫) গাঁজা সেবন করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই গোলাম মোস্তফা ও এসআই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটকের পর আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলীকে ঘটনা জানানো হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাঁজা ব্যবসার অপরাধে মিঠুকে ৭ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান ও মোন্তাজ আলীকে ২ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৫ দিনে কারাদ- প্রদান করেন। পরে মোন্তাজ আলী জরিমানার টাকা দিয়ে মুক্ত হয়ে বাড়ি যান এবং মিঠুকে কারাগারে প্রেরণা হয়।