মহেশপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

জননেত্রী শেখ হাসিনা সকলের জন্য খাদ্যের ব্যবস্থা করেছে – হুইপ স্বপন
মহেশপুর প্রতিনিধি: বাংলাদেশের মানুষ এখন আর না খেয়ে থাকে না জননেত্রী শেখ হাসিনা সকলের জন্য খাদ্যের ব্যবস্থা করেছে, খালেদা জিয়া এতিমের টাকা লুটপাট করেছে। দেশ আজ এগিয়ে যাচ্ছে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার পেছনে কাতারবন্দি হই। গতকাল শনিবার সকালে মহেশপুর হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহামুদ স্বপন এমপি এ কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাতুয জুম্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আ.লীগের সদস্য পারভীন জামান কল্পনা, সাবেক এমপি শফিকুল ইসলাম অপু, জেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আজিজুর রহমান, ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশিদ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, জেলা আ.লীগের সহসভাপতি তৈয়ব আলী জোয়ার্দার, এম.এ সামাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল, ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার, মহিলা এমপি খালেদা খানম, সাবেক এমপি মো. নবী নেওয়াজ, মেজর জেনারেল (অব.) সালাউদ্দিন মিয়াজী, জেলা আ.লীগের সদস্য মীর সুলতানুজ্জামান লিটন, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন প্রমুখ। সম্মলনে শুরুতেই ১৩৬ জন দলীয় নেতাকর্মীর মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন করেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামীদ। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্বোধন করেন জেলা আ.লীগের সভাপতি ঝিনাইদহ-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করে। দ্বিতীয় অধিবেশনে ঝিনাইদহ জেলা আ.লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা আ.লীগের নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মীর সুলতানুজ্জামান লিটন। সহসভাপতি শেখ নিজাম উদ্দিন ও ময়জদ্দীন হামীদ।