স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ান গেমসে ছেলেদের ভলিবলের সেমি-ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে পেয়েছে বাংলাদেশ। ত্রিপুরেশ্বর কাভারড হলে গতকাল শনিবার শ্রীলঙ্কাকে ৩-১ সেটে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেরা চারে খেলা নিশ্চিত করে পাকিস্তান। দুই ম্যাচে একটি করে জয় ও হারে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমি-ফাইনালে ওঠে বাংলাদেশ। স্বাগতিক নেপালকে ৩-২ সেটে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করেছিলো বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ভারতের কাছে ৩-০ সেটে হারে ছেলেরা। আগামী রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা বেলা দেড়টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। গতবার গ্রুপ পর্বের খেলায় পাকিস্তানের কাছে ৩-১ সেটে হেরেছিল বাংলাদেশ। ২০১৬ সালে শিলং-গুয়াহাটির আসরে প্রথম সেট ২৫-১৯ ব্যবধানে হারের পর দ্বিতীয় সেট ২৫-২১ পয়েন্টে জিতে ঘুরে দাঁড়িয়েছিলো বাংলাদেশ। কিন্তু পরের দুই সেট হেরে যায় ২৫-২০, ২৭-২৫ পয়েন্টে। নেপালের কাঠমান্ডু-পোখারায় আগামী ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হবে এসএ গেমসের ত্রয়োদশ আসর। ২৭টি ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতে অংশ নিবে বাংলাদেশ। ভলিবল আগেই শুরু হয়েছে।