স্টাফ রিপোর্টার:
তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগ স্কুলের ছাত্র-ছাত্রীদের বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়নের পিতম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহারের জন্য একটি টিউবওয়েল স্থাপন করে দেয়া হয়েছে। তারাদেবী ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় অত্র স্কুলের সামনে টিউবওয়েল স্থাপনকালে উপস্থিত ছিলেন তারাদেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু, পিতম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুন্নাহারসহ সহকারী শিক্ষকগণ।