কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চারুলিয়া গ্রামের এক ছাগল ব্যবসায়ীকে গভীর রাতে পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের লোকজন ছাগল ব্যবসায়ীকে কোথাও খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে।
অভিযোগে জানাগেছে, উপজেলার চারুলিয়া গ্রামের মাঠপাড়ার মৃত আকের শেখের ছেলে ছাগল ব্যবসায়ী মোঃ নেকবার শেখকে (৪৫) গত বুধবার দিনগত রাত ২ টার দিকে ৪-৫ জনের পুলিশের একটি দল নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে মাক্রোবাসযোগে তুলে নিয়ে গেছে। এ বিষয়ে নেকবার শেখের স্ত্রী অভিযোগ করে বলেন, রাতে কয়েকজন এসে আমার স্বামীকে ডেকে তোলে। পরে তারা বলে একজনের বাড়ি চিনতে পারছি না আসেন আমাদের চিনিয়ে দেন। এই বলে আমার স্বামীকে তারা ধরে নিয়ে যায়। সারাদিন তার কোনো খোঁজখবর নেই। অনেক চিন্তার ভেতর আছি। এ বিষয়ে নেকবার শেখের মেয়ে লাবনী খাতুন অভিযোগ করে বলেন, আমার বাবাকে প্রথমে তারা পুলিশ পরিচয় দিয়ে ডেকে তোলেন। পরে তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দেয় এবং আমার বাবাকে নিয়ে যায়। লাবনী আরো জানান, আমি তাদের কোমরে অস্ত্র দেখেছি। পরে তারা গাড়িতে করে তুলে নিয়ে যায় আমার বাবাকে। এ ঘটনায় গতকাল সারাদিন নেকবার শেখের বাড়িতে গ্রামের নারী পুরুষ ভিড় করতে থাকে। গ্রামের বেশকিছু সচেতন ব্যক্তিরা জানান, নেকবার একজন গরীব লোক। তিনি ছাগল ব্যবসার পাশাপাশি কৃষিকাজ করেন। এ বিষয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস জানান, আমি বিষয়টি ওইদিন রাতেই শুনেছি। থানায় এসেছিলো পরিবারের লোকজন। আমাকে তারা বলেছে যে পুলিশ পরিচয়ে তাকে উঠিয়ে নিয়ে গেছে। আমি তাদের খুঁজতে বলেছি এবং আমরাও খোঁজ নিচ্ছি।