আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামে আমঝুপি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার সময় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমঝুপি ইউনিয়ন পরিষদের ৯ নং ইউপি সদস্য আব্দুল জাব্বার, শিক্ষক আব্দুর রাজ্জাক, জামায়াত নেতা মহাসিন ও আমঝুপি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল জাব্বার। উপস্থিত ছিলেন মোয়াজ্জেম হোসেন, ছাত্রশিবিরের সাথী তৌহিদুল ইসলামসহ জামায়াত-শিবিরের শ শ নেতা-কর্মী।