হরতাল-অবরোধে মেহেরপুরের সবজিচাষিরা বিপাকে

 

মেহেরপুর অফিস: একের পর এক হরতাল-অবরোধের কারণে মেহেরপুরের সবজি চাষি ও ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। হরতাল-অবরোধ থাকায় সবজিচাষি ও ব্যবসায়ীরা রাজধানী ঢাকাসহ বরিশাল-ফরিদপুর খুলনা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে সবজি পাঠাতে পাচ্ছেন না। তবে গত দু দিনে হরতাল-অবরোধ না থাকায় সবজি চাষি ও ব্যবসায়ীরা দেশের বিভিন্ন প্রান্তে সবজি পাঠানোর জন্য শহরের বিভিন্ন স্থান থেকে ট্রাক লোড করছেন। কিন্তু আবারো হরতাল অবরোধের মুখে পড়ছেন মেহেরপুরের সবজিচাষি ও ব্যবসায়ীরা। এলাকার কয়েকজন ব্যবসায়ী ও কয়েকজন চাষি বলেছেন, হরতাল অবরোধ থাকার কারণে মেহেরপুরের চাষিদের কোটি টাকার উঠতি ফসল পঁচে নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা। এ থেকে কি আমাদের বাঁচার পথ নেই? তারা আরো বললেন- এভাবে চলতে থাকলে আমাদের পরিবার-পরিজন নিয়ে পথে বসতে হবে।