মেহেরপুর অফিস: আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুটি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মাহমুদ হোসেন আওয়ামী লীগের ২, স্বতন্ত্র ২ এবং জাপা-মঞ্জু ১ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন।
মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সহযোগী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল নৌকা ও স্বতন্ত্রপ্রার্থী শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম ফুটবল প্রতীক পেয়েছেন। মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক নৌকা, স্বতন্ত্রপ্রার্থী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন ফুটবল প্রতীক এবং জাপা-মঞ্জু মনোনীত প্রার্থী আব্দুল হালিম বাইসাইকেল প্রতীক পেয়েছেন। স্বতন্ত্রপ্রার্থী আওয়ামী লীগের সাবেক এমপি মকবুল হোসেন ও মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম নিজে গিয়ে জেলা রিটার্নিং অফিসারের নিকট থেকে বরাদ্দকৃত প্রতীকের চিঠি গ্রহণ করেন। এছাড়া মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সহযোগী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল, মেহেরপুর-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী এম.এ খালেকের প্রতিনিধিরা প্রতীক গ্রহণ করেন। সহযোগী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুলের পক্ষে তার প্রতিনিধি মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ও এমএ খালেকের পক্ষে তার প্রতিনিধি আব্দুল হামিদ প্রতীকের চিঠি গ্রহণ করেন। এদিকে মেহেরপুর-২ (গাংনী) আসনের অপর স্বতন্ত্রপ্রার্থী (জাপা-মঞ্জু) আব্দুল হালিম বাই-সাইকেল প্রতীক পেলেও তিনি কিংবা তার প্রতিনিধি কেউই ওই সময় প্রতীক গ্রহণ করতে আসেননি।