দর্শনায় বালিভর্তি ট্রাক্টরের ধাক্কায় ভ্যান চালক মনুর মৃত্যু

দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনায় বালিভর্তি ট্র্যাক্টরের ধাক্কায় ভ্যানচালক মনুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে দর্শনা-জীবননগর সড়কের দর্শনা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর হোসেন ওরফে মনু জীবননগর উপজেলার শিংনগর গ্রামের পয়মল উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সিংনগর পুরাতন মসজিদপাড়ার পয়মল উদ্দিনের ছেলে ১ সন্তানের জনক সাগর ওরফে মনু ব্যাটারী চালিত ভ্যান চালক। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে দিন কয়েক ধরে মনু ভ্যান চালনার শুরু করে। অন্যান্য দিনের মতো গতকাল বৃহস্পতিবার সারাদিন দর্শনায় ভ্যান চালিয়ে রাত ৮ টার দিকে ফিরছিলেন বাড়িতে। এ সময় বালিভর্তি ট্র্যাক্টর দর্শনা থেকে জীবননগরের দিকে যাচ্ছিলো। দর্শনা ফিলিং স্টেশনের সামনে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক্টরের ট্রলিতে সজোরে ধাক্কা দেয় ভ্যান চালককে। ট্র্যাক্টরের ধাক্কায় ভ্যান চালক মনু ছিটকে পড়ে পিচ রাস্তার ওপর। মাথায় প্রচন্ড আঘাতে প্রচুর রক্তক্ষরনে ঘটনাস্থলেই মনু মারা যান বলে প্রত্যক্ষদর্শীদের ধারনা। সাথে সাথে মনুকে উদ্ধার করে দর্শনা বাসস্ট্যান্ডের একটি ক্লিনিকে নেয়ার আগেই মারা যান মনু। বালিভর্তি ট্র্যাক্টরটি সড়কের ধারে উল্টে গেলেও চালক ও হেলপারের কেউ আহত হয়নি। ফলে অবস্থা বেগতিক বুঝে পালিয়ে যায় চালক ও হেলপার। খবর পেয়ে পরিস্থিতি শান্ত করতে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শেখ মাহবুবুর রহমান। রাত ৯ টার দিকে বেগমপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই রাজিব হাসান লাশের সুরতহাল প্রতিবেদন করেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে। নিহত মনুর বড়ভাই বাদি হয়ে বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গাংধারপাড়ার আ. হান্নানের ছেলে ট্র্যাক্টর মালিক আব্বাস এবং চালক ও হেলপারের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করবেন বলে জানা গেছে। রাতেই ট্রাক্টরটি উদ্ধার করেছে পুলিশ।