পতাকায় বিশ্ব রেকর্ড বাংলাদেশ

 

স্টাফ রিপোর্টার: দীর্ঘতম জাতীয় পতাকা নির্মাণ করে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ। প্রায় ১ হাজার মিটার দৈর্ঘ (যা প্রায় ১কিলোমিটার হবে) এবং ৬শ’ মিটার প্রস্থ কাপড়ের তৈরি জাতীয় পতাকা নির্মাণ করে গিনেস বুকে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। জাতীয় পতাকা দিবস উপলক্ষে আগামী ২ মার্চ দেশের ঐতিহ্যবাহী এবং বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এ পতাকাটি প্রদর্শিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার-ভিডিপি এবং জয়ধ্বনি সাংস্কৃতিক সংগঠনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৪টি সাংস্কৃতিক সংগঠন এ পতাকা উৎসবের আয়োজন করবে। গতকাল শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ঢাবি সাংবাদিক সমিতির (ডুজা) অফিস রুমে দীর্ঘতম জাতীয় পতাকা নির্মাণ কমিটির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দীর্ঘতম জাতীয় পতাকা নির্মাণ কমিটির সদস্য সচিব মাহবুব জামান। লিখিত বক্তব্যে তিনি বলেন, পতাকা নির্মাণের কাজ এ মাসেই শুরু হবে। কাপড়ের তৈরি বিশ্বের সর্ববৃহৎ পতাকা তৈরি করেছিলো রুমানিরা। তারা ৬শ মিটার দৈর্ঘের এ পতাকা নির্মাণ করে বিশ্ব রেকর্ড করে। আমরা এর থেকে বড় পতাকা নির্মাণ করে গিনেস বুকে নাম লেখানোর উদ্দেশে এ কর্মসূচি হাতে নিয়েছি। ইতোমধ্যে গিনেচ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে বলে তিনি জানান। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পতাকার ডিজাইনার শিব নারায়ণ দাস ও তার সহধর্মীনী এবং বিশিষ্ট অভিনেতা জয়শ্রী দাস। জয়ধ্বনি সাংস্কৃতিক সংগঠনের সভাপতি নাজমুল হোসেন।