স্পোর্টস ডেস্ক: ২০১৯ সালের ‘গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড’ জিতেছেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান তারকা লুকা মড্রিচ। মঙ্গলবার রাতে মোনাকোতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে মড্রিচের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। ২৯ বছরের বেশি বয়সী এবং বর্তমানে খেলছেন এমন খেলোয়াড়েরা এই পুরস্কারের জন্য মনোনীত হন। মড্রিচ ১৭তম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন। পুরস্কার গ্রহণের পর মড্রিচ বলেছেন, ‘এই ধরনের একটি পুরস্কার পাওয়া সত্যিই সম্মানের। প্রতিদিনই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। বছরের শেষ পর্যন্ত আরও সাতটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। আশা করছি ম্যাচগুলোতে পুরো দলই ভাল খেলবে।’ ২০০৩ সালে সর্বপ্রথম ইতালিয়ান তারকা রবার্তো ব্যাজিও এই পুরস্কার জিতেছিলেন। গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড পাওয়া ফুটবলারদের মধ্যে আছেন রোনালদিনহো , ইকার ক্যাসিয়াস, জ্লাতান ইব্রাহিমোভিচ, জানলুইজি বুফন, স্যামুয়েল ইতো, আন্দ্রেস ইনিয়েস্তা, দিদিয়ের দ্রগবা, রায়ান গিগস ও ফ্রান্সেসকো টট্রির মতো তারকারা। সর্বশেষ ২০১৮ সালে এই পুরস্কার জিতেছিলেন প্যারিস সেইন্ট-জার্মেইর উরুগুইয়ান তারকা এডিনসন কাভানি।