দামুড়হুদায় সিমেন্ট ভর্তি ১০ চাকার ট্রাকের চাপে বসে গেছে সড়ক : ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদা গাইনপাড়ায় সিমেন্ট ভর্তি ১০ চাকার ট্রাকের চাপে বসে গেছে নতুন পিচ করা পাঁকা সড়ক। বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে ছুটে যান দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন। তিনি সিমেন্ট ভর্তি ট্রাকটি আটক করেন এবং স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ এর ৮৯ ধারায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২ হাজার টাকা জরিমানার আদেশ দেন। কোম্পানীর পক্ষে দামুড়হুদা বাজারের সিমেন্ট ব্যবসায়ী আলী কদর জরিমানার টাকা পরিশোধ করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন জানান, পাড়া-মহল্লার বাইপাস সড়কে ভারি যানবাহন চলাচল করে সড়কের ক্ষতি করা হচ্ছে। এটা কোনভাবেই করতে দেয়া যাবে না। মহাসড়ক ছাড়া বাইপাস সড়কগুলোতে ভারি যানবাহন চলাচল করার বিষয়ে বিধি-নিষেধ রয়েছে। যা মানা হচ্ছে না। তিনি আরও জানান বাইপাসগুলো টিকিয়ে রাখতে প্রতিটি বাইপাস সড়কের মুখে ভারি যানবাহন চলাচলের উপর বিধি-নিষেধ আরোপ করে সাইনবোর্ড লাগানোর ব্যবস্থা করা হবে। এছাড়া সড়ক দুর্ঘটনা এড়াতে মহাসড়কে ইজিবাইক, আলমসাধুসহ কোনো ধরণের অবৈধ যানবাহন চলাচল করতে দেয়া হবে না। করলে আইনি ব্যবস্থা নেয়া হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহায়তা করেন উপজেলা নির্বাহী অফিসারের সার্টিফিকেট সহকারী জিহন আলী ও উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার।