বিনোদন ডেস্ক: পাকিস্তানি গায়িকা রবি পিরজাদাকে সমর্থন করে নিজের নগ্ন ছবি শেয়ার করলেন মালিশা হিনা খান। পাকিস্তানি-আফগানি অভিনেত্রী মালিশা নিজের টুইটার হ্যান্ডেলে ওই ছবি শেয়ার করেন। যে ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়। সম্প্রতি পাকিস্তানি গায়িকা রবি পিরজাদার বেশ কয়েকটি নগ্ন ছবি এবং ভিডিও প্রকাশ্যে আসে। ওই ছবি এবং ভিডিও প্রকাশ্যে আসতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। যা নিয়ে গোটা পাকিস্তান জুড়ে জোর জল্পনা শুরু হয়ে যায়। কড়া সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত বিনোদন জগত থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন রবি পিরজাদা। শুধু তাই নায়, ক্ষমা চেয়ে বিনোদন জগত থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের ঘোষণা করেন। তবে ওই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে পাকিস্তানের সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হন রবি পিরজাদা। বিনোদন জগত থেকে রবি পিরজাদা বিদায় নেওয়ার পরই তাকে সমর্থন করে নিজের নগ্ন ছবি শেয়ার করেন মালিশা হিনা খান। প্রসঙ্গত, নিজের কেরিয়ার তৈরির জন্য মাঝে মধ্যে মুম্বাইয়ে থাকেন মালিসা হিনা খান।