ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গার গোবিন্দপুর মীরবাড়ির চত্ত্বরে ১০ গ্রামের মণ্ডল-মাতবরদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে সমাবেশে গোবিন্দপুর গ্রামের মীর আনিস উজ্জামানকে মাথায় পাগড়ি পরিয়ে আনুষ্ঠানিকভাবে মণ্ডলী দায়িত্ব প্রদান করা হয়েছে। সমাবেশে আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল হক পকু মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম মণ্ডল, ডা. শামসুজ্জোহা সাবু মণ্ডল, রেজাউর রহিম মণ্ডল, শামছদ্দিন মণ্ডল, সোনাহার আলী মণ্ডল, শহিদুল হক মণ্ডল ও হাজি নাজিমুদ্দিন মণ্ডল। সাবেক পুলিশ অফিসার আক্কাচ আলী মণ্ডলের উপস্থাপনায় বক্তব্য রাখেন দাউদ আলী মন্ডল, রবিউল হক মণ্ডল, আবুল কালাম আজাদ বেল্টু মণ্ডল, আনছার আলী মণ্ডল, শফিউদ্দিন মণ্ডল, আব্দুল্লাহ মণ্ডল প্রমুখ। সভাশেষে ১০ গ্রামের মণ্ডল-মাতবরদের সমন্বয়ে এম. সবেদ আলীকে আহ্বায়ক ও সাবেক পৌর চেয়ারম্যান উপজেলা আ.লীগ সভাপতি হাসান কাদির গনুকে যুগ্মআহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।