স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শহরের কুখ্যাত নারী মাদক বিক্রেতা শিপরা ও শুকুর গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার বুজরুকগড়গড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় শহর ফাঁড়ি পুলিশ জানতে পারে জামিনে বের হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শহরের কুখ্যাত নারী মাদক বিক্রেতা চুয়াডাঙ্গা বুজরুজগড়গড়ির শিপরা আবারও মাদক বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা শহর ফাঁড়ি পুলিশের এসআই ওহিদুল ইসলাম বিপিএম সঙ্গীয় ফোর্সসহ বুজরুজগড়গড়ি অভিযান চালান। এসময় শিপরার বাড়ির সামনে থেকে ১০ পিস ইয়াবাসহ চুয়াডাঙ্গা হকপাড়ার মৃত রবিউল ইসলামের ছেলে শুকুর আলীকে (৩৩) গ্রেফতার করেন। পরে নিজ বসতবাড়ি থেকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় শহরের আলোচিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদকব্যবসায়ী বাবুলের স্ত্রী শিপরাকে (৫৫)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলাসহ তাদেরকে সদর থানায় হস্তান্তর করা হয়। আজ শুক্রবার শিপরা ও শুকুর আলীকে আদালতে সোপর্দ করা হতে পারে।