জীবননগর হানিফপুরের শামীম ইয়াবাসহ আটক

জীবননগর ব্যুরো: জীবননগর বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদকব্যবসায়ী শামীম মিয়াকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার দুুপুরে শহরের শাপলাকলিপাড়া থেকে ১৭০ পিস ইয়াবাসহ তাকে আটক করে বিজিবি। আটককৃত শামীম ঝিনাইদহ মহেশপুর উপজেলার হানিফপুর গ্রামের শামামুল মিয়ার ছেলে।
বিজিবিসূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দার দেয়া তথ্যের ভিত্তিতে জীবননগর বিশেষ ক্যাম্পের বিজিবি জওয়ানরা দুপুর আড়াইটার দিকে শহরের শাপলাকলিপাড়ায় মাদক বিরোধীঅভিযান পরিচালনা করে। এসময় ১৭০ পিস ইয়াবাসহ মহেশপুর উপজেলার গুড়দহ-হানিফপুর গ্রামের শামীমকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে উদ্ধার করা হয় ইয়াবা ছাড়াও একটি মোবাইল সেট। মাদকদ্রব্য আইনে মামলা দায়েরসহ গতকালই তাকে জীবননগর থানাতে সোপর্দ করা হয় বলে জানা গেছে।