জীবননগর ব্যুরো: জীবননগর বাঁকায় অবস্থিত সাথী অটো রাইস মিলে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। জীবননগর, দর্শনা ও কোটচাঁপুরের ৩টি ফায়ার সার্ভিস ইউনিট ২ ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকা-ে অটো রাইস মিলের মূল্যবান মেসিনারীজসহ রক্ষিত ধান ও চাল পুড়ে ভস্মিভূত হয়েছে। প্রাথমিকভাবে ১৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে মিল কর্তৃপক্ষ ধারণা করছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সময় মতো আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পেতে বলে ধারণ করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকা-ের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মিল কর্তৃপক্ষসূত্রে জানা গেছে, সাথী আটো রাইস মিলের একটি অংশ বন্ধ থাকে। বন্ধ এ অংশে গতকাল দুপুরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা মিলের অ্যালিমেটর গুদামে ছড়িয়ে পড়ে। সেখান থেকে ধান ও চালের লাঠে আগুন লাগে। খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে। কিন্তু আগুনের ব্যাপকতার কারণে তা ব্যর্থ হয়। ফলে দর্শনা ও ঝিনাইদহের কোর্টচাঁদপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ২ ঘণ্টার প্রচেষ্টার পর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।মিলের ম্যানেজার আলম হোসেন সাংবাদিকদের জানান, মিলের বন্ধ ওই অংশটিতে কীভাবে আগুন লাগে তা আমরা বলতে পারছি না। তবে বৈদ্যুতিক সর্টসার্কিট থকে এ আগুন লাগতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।