আন্দোলনে সচেতন সকলে এগিয়ে আসার আহ্বান
স্টাফ রিপোর্টার: ‘আমরা মাথাভাঙ্গা নদীকে দখল ও দূষণের হাত থেকে বাঁচাতে চাই’ এ সেøাগানে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের মাথাভাঙ্গা নদীর ওপর মাথাভাঙ্গা ব্রিজে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) যৌথভাবে এ কর্মসূচি পালন করে।
এ সময় মাথাভাঙ্গা নদীকে দখল ও দূষণের হাত থেকে বাঁচাতে গণস্বাক্ষর অভিযান কর্মসূচি কার্যক্রম করা হয়। এ সময় বক্তব্য রাখেন মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অধ্যক্ষ হামিদুল হক মুন্সি। এ সময় সুশীল সমাজ ও ছাত্রসমাজসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অধ্যক্ষ হামিদুল হক মুন্সি বলেন, মাথাভাঙ্গা নদী ড্রেজিং করে পানির প্রবাহ ধরে রাখতে। পানির উৎসমূল খনন করতে হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। মাথাভাঙ্গা নদীতে সকল প্রকার বর্জ্য ও স্যুয়ারেজের পানি ফেলা বন্ধ করতে হবে। এই আন্দোলনে সচেতন সকলে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।