স্টাফ রিপোর্টার: মাথাভাঙ্গা নদীকে দখল ও দূষণের হাত থেকে বাঁচাতে গণস্বাক্ষর অভিযানের শুভ উদ্বোধন হয়। গতকাল বুধবার ‘আমরা মাথাভাঙ্গা নদীকে দখল ও দূষণের হাত থেকে বাঁচাতে চাই’এই সেøাগানকে সামনে রেখে গণস্বাক্ষর অভিযানের উদ্বোাধন করেন সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের যৌথ আয়োজন চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ গণস্বাক্ষর অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাথাভাঙ্গা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অধ্যক্ষ হামিদুল হক মুন্সী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী বেলাল হোসেন, বিশিষ্ট রাজনৈতিক কর্মী লুৎফর রহমান এবং শওকত আলী বিশ্বাস, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী আলাউদ্দীন এবং হাবিবি জহির রায়হান। বক্তারা তাদের বক্তব্যে এই উদ্যোগকে স্বাগত জানান এবং মাথাভাঙ্গা বাঁচাতে এই গণস্বাক্ষর অভিযানের সফলতা কামনা করেন। বক্তারা ঐতিহ্যবাহী মাথাভাঙ্গা নদীকে বাঁচানোর স্বার্থে সকলকে এই কর্মকা-ে এগিয়ে আসার আহ্বান জানান।