মুজিবনগর প্রতিনিধি: শিশুদের জন্য কর্মসূচি’র সমাপ্তি ও অভিজ্ঞতা বিনিময়ে আলোচনাসভা করেছেন সেভ দি চিলড্রেন মেহেরপুর। এ উপলক্ষে গতকাল বুধবার বেলা সাড়ে ১০টার দিকে মুজিবনগর উপজেলা পরিষদ উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (অ. দা.) মো. মাসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন সেভ দি চিলড্রেন মেহেরপুরের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ড. রেজওয়ান আহম্মেদ, ওসি তদন্ত আমিরুল ইসলাম, শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন প্রমুখ। আলোচনাসভায় শিক্ষক-সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন রাশেদুল ইসলাম।