মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর হাসপাতাল থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবর দুপুরে মরাদেহটি উদ্ধার করা হয়।
বাগোয়ান ইউপি সদস্য সংকর বিশ্বাস জানান, বেশ কিছু দিন থেকে অজ্ঞাত ওই মহিলাটি এলাকায় ঘুরে বেড়াতেন। গত ১১ তারিখে অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসীরা বল্লভপুর মিশন হাসপাতালে ভর্তি করে দেয়। গতকাল বুধবার দুপুরে কোনো এক সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। মুজিবনগর থানার (ওসি) তদন্ত আমিরুল ইসলাম, জানান, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে, তবে তার কোনো পরিচয় পাওয়া যায়নি। দুপুরের দিকে বল্লভপুর হাসপাতাল থেকে পুলিশে খবর দেয়। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তিনি ভিক্ষক প্রকৃতির ব্যক্তি ছিলেন। এলাকাবাসী ধারনা করছেন তিনি ভারত থেকে যে কোনোভাবে বাংলাদেশে প্রবেশ করেছে। বয়স ৭০ হবে। লাশ ময়না তদন্ত ছাড়াই বিকেলে বল্লভপুর মুসলিম কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানান।