দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১শ’ গ্রাম গাঁজাসহ হাসান নামের এক গাঁজা বিক্রেতাকে আটক করেছে। আটক গাঁজা বিক্রেতা হাসান (২৬) চুয়াডাঙ্গা জেলা শহরের ফার্মপাড়ার মৃত শুকুর আলীর ছেলে। গতকাল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার এএসআই মহিউদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা বাস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে গাঁজা বিক্রেতা হাসানকে গাঁজাসহ আটক করেন। এ ঘটনায় আসামির স্বীকারোক্তি মোতাবেক আটক হাসানসহ দর্শনা দক্ষিণচাঁদপুর স্টেশনপাড়ার কুখ্যাত মাদকবিক্রেতা রাশিদা বেগমকে (৩০) পলাতক আসামি দেখিয়ে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।