মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে মহেশপুর ওয়েভ ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার আবু হেনা মোস্তফা কামাল, আরআরএফ ফাউন্ডেশনের ম্যানেজার ইসমাইল হোসেন, শিশু নিলয় ফাউন্ডেশনের ম্যানেজার শরিফুল ইসলাম, শক্তি ফাউন্ডেশনের ম্যানেজার অমিত মন্ডল, সৃজনী ফাউন্ডেশনের ম্যানেজার সোহেল উদ্দিন, দারিদ্র বিমোচন সংস্থার প্রতিনিধি মহাতাব উদ্দিন প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সকল এনজিও সংস্থাকে উপজেলার দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মাঠ পর্যায়ে নিঃস্বার্থভাবে কাজ করার জন্য আহ্বান জানান।