গাঁজা রাখার অপরাধে দর্শনার লিটনকে ৬ মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দর্শনার রফিকুল ইসলাম লিটনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে টাস্কফোর্স অভিযান চালিয়ে লিটনকে গাঁজাসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে কারাদ- প্রদান করা হয়। গতকাল বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গার এনডিসি সিব্বির আহমেদের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদ, সহকারী উপপরিদর্শক আকবর হোসেনসহ জেলা আনসার ব্যাটেলিয়নের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড হাজীপাড়ায় অভিযান চালান। এসময় ৫০ গ্রাম গাঁজাসহ নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয় মৃত আব্দুর রশিদের ছেলে রফিকুল ইসলাম লিটনকে (৪৫)। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রফিকুল ইসলাম লিটনকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন এনডিসি সিব্বির আহমেদ। গতকালই রফিকুল ইসলাম লিটনকে জেলহাজতে প্রেরণ করা হয়।