জীবননগর ব্যুরো: জীবননগর বাজারের দু ব্যবসায়ী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে কাছে থাকা সর্বস্ব হারিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে বাসের মধ্যে এ ঘটনা ঘটে। জ্ঞানহারা দু ব্যবসায়ীকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, জীবননগর বাজারের বিশিষ্ট জুতা ব্যবসায়ী পপুলার সু স্টোরের স্বত্ত্বাধিকারী হাজি আব্দুল মজিদের ছেলে হাসান (২৫) ব্যাবসায়ীক কাজে ঢাকায় যান। ঢাকা থেকে দোকানের জন্য জুতা কেনার পর গত সোমবার রাত ১১ টায় ঢাকা থেকে দর্শনাগামী রয়েল এক্সপ্রেসে চেপে জীবননগরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পড়ে নগদ টাকা ও মোবাইল ফোন খুইয়ে অচেতন অবস্থায় জীবননগর পৌঁছায়। পরে পরিবহনের লোকজন তাকে জীবননগর এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অপরদিকে, জীবননগর হাসপাতাল সড়কের আক্তার ওয়েলডিংয়ের স্বত্ত্বাধিকারী আক্তার হোসেন (৪৮) ব্যবসায়ীক পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে মাগুরায় যান। সেখান থেকে কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গাগামী শাপলা পরিবহনের একটি বাসে ওঠেন। পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পড়ে অচেতন অবস্থায় জীবননগর পৌঁছায়। তাকেও উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া দু ব্যবসায়ী অচেতন থাকায় কি পরিমাণ অর্থ ও মালামাল খোয়া গেছে তা অবশ্য জানা যায়নি।