অনুষ্ঠান স্থল পরিদর্শন করেন পুলিশ ও র্যাবের কর্মকর্তাগণ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার পান্না সিনেমা হল চত্বরের মহানামযঙ্গানুষ্ঠান ভক্ত-পূজারী, পুন্যার্থী ও দর্শনার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে। সেই সাথে প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ অনুষ্ঠান স্থল পরিদর্শন করেছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে অনুষ্ঠান স্থল পরিদর্শন এবং অনুষ্ঠানের প্রধান আয়োজক দিলীপ কুমার আগরওয়ালার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম, ঝিনাইদহ র্যাব-৬ এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ পারভেজ, এনএসআই চুয়াডাঙ্গার উপপরিচালক জিএম জামিল সিদ্দিক। এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, বাংলাদেশ জুয়েলার্স সমিতির যুগ্ম সম্পাদক রিপনুল হাসান, সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলমসহ পুলিশ প্রশাসনের অন্যান্য র্কমকর্তাগণ।
অশান্ত পৃথিবীর অশনি সংকেত শংকিত করে তুলেছে সবাইকে, হিংসা-বিদ্বেষ আর সংঘাতের প্রতিচ্ছবি সর্বত্রই। অনিশ্চিত অন্ধকারে নিমজ্জিত বর্তমান ও ভবিষ্যত। তাই অসহায় মানুষের উদ্ধারকল্পে মুক্তির দূতরুপে আবিভূত হয়ে মহাবতারী শ্রী শ্রী গৌর সুন্দর লীলাচ্ছে বিলিয়েছিলেন বিশ্ব শান্তি ও মুক্তি মহামন্ত্র শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম সংকীর্তন।
কলির অবতারের এই মহাপথকে পাথেয় করে মহামানবের শাশ্বত শান্তির প্রদীপটি ঘরে ঘরে জ্বেলে দেয়ার অভিপ্রায়ে চুয়াডাঙ্গায় দিলীপ কুমার আগরওয়ালা ৮ম বারের মতো আয়োজন করেছেন মহানাম সংকীর্তন। গত রোববার মঙ্গলঘট স্থাপন এবং শুভ অধিবাসের মধ্যদিয়ে আনুষ্ঠানিকতা শুরুর পর থেকেই চুয়াডাঙ্গার পান্না সিনেমা হল চত্বর ভক্ত, পূজারী আর পুন্যার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে। ভক্ত পূজারীদের পাশাপাশি দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সামাল দিতে প্রধান আয়োজক দিলীপ কুমার আগরওয়ালা ও তার পরিবারবর্গের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক মনিটরিংয়ের ব্যবস্থা তেমনিভাবে চুয়াডাঙ্গা জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা।