আলমডাঙ্গা ব্যুরো: গান শেখানোর অজুহাতে আলমডাঙ্গার ডাউকি গ্রামের ৬ষ্ঠ শ্রেণিতে পড়–য়া ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত হবিবর শাহ’র বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালের দিকে ডাউকি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে হবিবর শাহ’র বিরুদ্ধে দায়েরকৃত মামলা তুলে নিতে মামলার বাদীকে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ওই শিশুকন্যার পিতা।
জানা গেছে, আলমডাঙ্গার ডাউকি গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে হবিবর শাহ’র বিরুদ্ধে ৬ষ্ট শ্রেণির এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। গত ৮ অক্টোবর ওই স্কুলছাত্রীকে তার পিতা থানায় এনে অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয় ডাউকি গ্রামের হবিবর শাহ (৬০)’র কাছে তার চাচাতো ভাইয়ের নাতনি ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী গান শিখতো। এ সুযোগে সে তাকে তাবিজ কবজ করে বসে এনে দীর্ঘদিন ধরে ধর্ষণ করেছে। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ ওইদিন রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত হবিবর শাহকে আটক করতে না পারলেও ধর্ষণের সহযোগিতা করার অভিযোগ আব্দুর রাজ্জাকের স্ত্রী শিশুকন্যার চাচি সম্পর্কিত হাজেরা খাতুনকে তার জামাইবাড়ি আনন্দধাম থেকে আটক করে। হবিবর শাহ’র ও তার আরেক মুরিদ সকিনা খাতুন পলাতক রয়েছে। তাদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এদিকে মামলার পর হবিবর শাহ’র নানা অপকর্মের কথা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। ভ- ওই সাধু বাবার বিচারের দাবিতে গতকাল সোমবার স্কুলছাত্রীর সহপাঠিরা বিদ্যালয়ের সামনে মানববন্ধন করে। তারা হবি শাহ’র ফাঁসির দাবিসহ বিভিন্ন সেøাগান সম্বলিত প্লাকার্ড নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে। এদিকে হবি শাহকে বাঁচাতে মাঠে নেমেছে তার পক্ষের কিছু লোক। তারা শিশুকন্যার পিতার দায়েরকৃত অভিযোগ তুলে নিতে হুমকি দিচ্ছে। শিশুকন্যার পিতা জানান, এ ঘটনা থেকে বাঁচতে হবি শা’র লোকজন নানা ফন্দি আটছে। তার কাছে আড়াই লাখ টাকা পাবে বলেও মিথ্যা প্রচারণা শুরু করেছে। তিনি প্রশাসনের কাছে ভ- হবি শা’র বিচারের দাবি জানিয়েছেন।