দামুড়হুদার মমিননগর গ্রামে চিরকুটে ফোন নম্বর দিয়ে চাঁদা দাবি

 

বাড়ির ভেতরে শক্তিশালী বোমা নিক্ষেপ : আতঙ্ক

কার্পাসডাঙ্গা/আটকবর প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মমিনগর (কলোনিপাড়া) গ্রামে চাঁদার দাবিতে বাড়ির ভেতরে ঘরের দেয়ালে পরপর দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটায় চাঁদাবাজচক্র।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে চাঁদাবাজচক্র কার্পাসডাঙ্গা ইউনিয়নের মমিননগর (কলোনিপাড়া) গ্রামের মৃত ইমান আলী মণ্ডলের ছেলে আবুল হোসেন মণ্ডলের বাড়ির ভেতরে ঢুকে আবুল হোসেনকে বাইরে আসার জন্য ডাকতে থাকে। তিনি বাইরে না এলে চাঁদাবাজচক্র ঘরের দেয়ালে পরপর দুটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হলে এলাকার মানুষ ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে। খবর পেয়ে নাটুদা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিমুল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছুলে চাঁদাবাজচক্র পালিয়ে যায়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় প্রতিরাতে কোথাও না কোথাও বোমা ফাটিয়ে এলাকার জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে। বোমা বিস্ফোরণের পর চাঁদাবাজচক্র একটি চিরকুটে মোবাইল নম্বর ফেলে যায়। যার নং- ০১৮৫১-১৫২৭২৮। উল্লেখ্য যে, ওই মোবাইল নম্বর থেকে এক সপ্তা আগে একই গ্রামের মওলা বক্সের ছেলে শুকুর আলীর কাছে দু লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ কারণে এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।