কুষ্টিয়া প্রতিনিধি: মেয়ের বিয়ে দিতে হবে। কিন্তু বয়স মাত্র ১৩ বছর। প্রশাসনের ঝামেলা এড়াতে নিজের বাড়ি বাদ দিয়ে মেয়ের নানার বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। সেখানেও হানা দিয়েছে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ। ঘটনাটি গতকাল সোমবার বিকেল ৫টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া এলাকায় ঘটেছে। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া এলাকায় ৫ম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে দেয়া হচ্ছে। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এসময় মেয়ের নানা অশীথকে (৫৫) বাল্যবিয়ের আয়োজন করার দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। এবং বাল্যবিয়ে বন্ধ করে দেয়া হয়। স্কুলছাত্রীর বাড়ী নাটোর জেলায়। এখানে নানার বাড়িতে বাল্যবিয়ের আয়োজন করা হয়েছিলো বলেও জানান তিনি।