স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশে চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনী সরঞ্জামাদি নিরাপদে মাঠ পর্যায়ে পৌঁছুতে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছে নির্বাচন কশিমন। সাধারণভাবে এসব মালামাল পাঠানো হলে বিরোধী জোটের হামলা হতে পারে আশঙ্কায় কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের মতে, হামলায় নির্বাচনী মালামাল নষ্ট হয়ে গেলে স্বল্প সময়ে তা কেনা অসম্ভব হয়ে দাঁড়াবে। এ অবস্থায় সেনা সদস্যদের পাহারায় উপজেলা পর্যায়ে মালামাল পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ইসি। এক্ষেত্রে কমিশন থেকে সেনাবাহিনীকে দুটি বিকল্প প্রস্তাব দেয়া হয়েছে। সেনাবাহিনীর সম্মতি পাওয়ার পর শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। আগামী ১৭ ডিসেম্বর থেকে মাঠ পর্যায়ে ব্যালট পেপার, ভোট দেয়ার সিল, স্ট্যাম্প প্যাড, বিভিন্ন ফরম, প্যাকেটসহ অন্যান্য নির্বাচনী মালামাল পাঠানো শুরু করবে কমিশন। ইসির নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। অন্যান্য নির্বাচনের মতো আসন্ন নির্বাচনে নিরাপত্তায় সেনা ও নৌবাহিনীর সদস্যদের মোতায়েনে ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে কমিশন। শিগগিরই এ সংক্রান্ত চিঠি পাঠানো হচ্ছে। সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ জানিয়েছেন, দুর্গম ও পার্বত্য এলাকায় আগে সেনা সদস্যদের নামানো হবে। পরে অন্যান্য এলাকায় সেনা মোতায়েন করা হবে। এবার মালামাল পরিবহনেও সেনা সদস্যদের দায়িত্ব দিতে যাচ্ছে কমিশন।