মেহেরপুর অফিস: দুর্নীতির বিরুদ্ধে মেহেরপুর মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে পৌর কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী খান। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ একেএম আতাউল হাকিম লাল মিয়া। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ভাষা সৈনিক ইসমাইল হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল মালেক। ইঞ্জিনিয়ার (অব) নূরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিরুল ইসলাম ও সিরাজুল ইসলাম, পৌর সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান, বীর মক্তিযোদ্ধা আমজাদ হোসেন, গোলাম রহমান, গোলাম কিবরিয়া, আফজাল হোসেন, হারুন অর রশিদ প্রমুখ।