মাথাভাঙ্গা মনিটর: বছরজুড়ে অসামান্য নৈপূণ্য দেখানো অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক এ বছর আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার পাশাপাশি বর্ষসেরা টেস্ট ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে ইংল্যান্ডের বিরুদ্ধে পার্থে ক্যারিয়ারের শততম টেস্ট খেলার সময় এ সুখবর পান এ অসি ব্যাটসম্যান। আগের বছরের আগস্ট থেকে এ বছরের আগস্ট মাস পর্যন্ত পারফর্মের বিচারে তিনি এ খেতাব জিতেছেন। নির্দিষ্ট সময়ে ১৪ টেস্ট তিনি করেন ১৫৫৯ রান। এ সময়ে তিনি দুটি দ্বিশতকসহ পাঁচটি শতক হাঁকান। তার চেয়ে ৩০৩ রান (১২৫৬) রান কম করে দু নম্বরে আছেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। অস্ট্রেলিয়ার বেশ কিছু ব্যাটিং তারকার অবসরের পর অনভিজ্ঞ ব্যাটিং লাইন আপের দায়িত্ব নিজের কাঁধেই নেন তিনি। তাও আবার পিঠের মারাত্মক ব্যাথাকে সঙ্গী করেই। আগের বছর বর্ষসেরা ক্রিকেটার ও বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ছিলেন যথাক্রমে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হাশিম আমলা এবং ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন।
এদিকে শ্রীলঙ্কার তারকা ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা এবার বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। ২০১১ সালে একই খেতাব জিতলেও গতবার তিনি এ খেতাব মিস করেন। কিন্তু এবার এ বছর তিনি আবার ওয়ানডে সেরার স্বীকৃতি উদ্ধার করলেন। ভোট প্রক্রিয়া চলার সময়ে তিনি এ ফরম্যাটের শীর্ষ রান সংগ্রাহক হিসেবে বিবেচিত হন। এ সময়ে তিনি ৬৩.৭৩ গড়ে ৯৬৩ রান করেন। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ক্যারিয়ার সেরা ১৬৯ রানের অনবদ্য ইনিংসও ছিলো। বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের খেতাব অর্জন করেছেন ভারতের তরুণ ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। এ বছর যে পাঁচজন টেস্টে ১০০০’র ওপরে রান করেছেন তাদের মধ্যে পুজারা একজন। তিনি ১০ টেস্টে করেন ১০৭৩ রান। তিনি এ সময়ে চারটি সেঞ্চুরি ও দুটি ফিফটি করেছেন। আয়ারল্যান্ডের ব্যটসম্যান কেভিন ও’ব্রায়েন আইসিসির সহযোগী ও স্বীকৃতিপ্রাপ্ত দেশগুলোর মধ্যে সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন।