দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় আনছার আলী মাস্টারের স্মরণে টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে দামুড়হুদা পাইলট হাইস্কুলমাঠে দামুড়হুদা নিউ স্টার ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সভাপতি অ্যাড. সেলিম উদ্দিন খাঁন। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা বাজার বণিক সমিতির সেক্রেটারি শফিউল কবির ইউসুফ। উপস্থিত ছিলেন আবুল হাসেম মেম্বার, একরামুল মেম্বার, রাশেদুজ্জামান। দামুড়হুদা স্পোর্টিং ক্লাব ও জীবননগর প্রাইড কোচিং সেন্টার ক্রিকেট একাদশের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। খেলায় জীবননগর প্রাইড কোচিং সেন্টার ক্রিকেট একাদশ ৫ রানে জয়লাভ করে।