আলমডাঙ্গায় স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করায় লাটাহাম্বার হেলপার সবুজকে কারাদণ্ড

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে এক লাটাহাম্বার হেলপারকে জরিমানা ও কারাদ- দেয়া হয়েছে। দ-িত সবুজ আলমডাঙ্গা উপজেলার মধুপুর গ্রামের মুকুল আলীর ছেলে। সে আলমডাঙ্গার এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করায় ভ্রাম্যমাণ আদালত এ দ- দেয়।
জানা গেছে, দ-িত সবুজ আলী (২০) লাটাহাম্বার গাড়ির হেলপার। গতকাল বুধবার সকালে সে লাটাহাম্বারে বালু ভর্তি করে ফরিদপুর গ্রামের মসজিদে নিয়ে যায়। এ সময় আলমডাঙ্গার এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ৪ ছাত্রীর শরীরে সিগারেটের একটি ছেঁড়া প্যাকেট ছুড়ে মারে। স্কুল কর্তৃপক্ষ জানায় সিগারেটের ওই প্যাকেটে সবুজ তার মোবাইল নম্বর লিখে ছাত্রীদের পানে ছুড়ে মারে। এ ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষ উত্ত্যক্তকারীকে কৌশলে বালু কেনার কথা বলে মোবাইলফোনে ডাকে। তাকে ফরিদপুর থেকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার লিটন আলীকে বিষয়টি জানানো হয়। তিনি ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অভিযুক্ত সবুজকে ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদ- দেন। দ-িত সবুজ জরিমানার ১ হাজার টাকা পরিশোধ করে বাড়ি ফেরে।