দামুড়হুদায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার

সকলের সহযোগিতায় দুর্নীতিমুক্ত জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে হবে
দামুড়হুদার ব্যুরো: দামুড়হুদায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সভায় বক্তাদের মুখ থেকে বার বার উঠে এসেছে মাদকের কথা, দুর্নীতির কথা। উঠে এসেছে দর্শনার যুবলীগ কর্মী পল্টু হত্যার কথা। সাথে সাথে সুশাসন নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির রাখেন চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
মতবিনিময়সভায় অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, মুন্সিপুর বিওপি ক্যাম্পের কমান্ডার মতিউর রহমান, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য শফিউল কবির ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, আছির উদ্দীন, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট এবং সাধারণ সম্পাদক হযরত আলী।
উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা কলেজের অধ্যক্ষ হামিদুল ইসলাম, দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূরজাহান খাতুন, দামুড়হুদা বাজার বণিক সমিতির সভাপতি হাজি হেদায়েতুল ইসলাম, রাশিক জিপি হ্যাচারির ম্যানেজার রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন, বিল্লাল হোসেন, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা প্রকৌশলী মাহাবুব-উল আলম, উপজেলা নির্বাচন অফিসার মোহা. আব্দুল হাদী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা অফিসার ছানোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান ববি, উপজেলা সমবায় অফিসার অশোক কুমার বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, সহকারী প্রোগ্রামার (ব্যানবেইজ) আব্দুর কাদির, সহকারী প্রোগ্রামার (আইসিটি) আরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মাজহারুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জিন্নাত আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সহসভাপতি জাহিদুর রহমান মুকুল, সাংবাদিক সমিতির সভাপতি বখতিয়ার হোসেন বকুল, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসনে মোবারক শিলন, উপজেলা তথ্য সেবা কেন্দ্রের কর্মকর্তা ওজিফা খাতুন, উপজেলা বন বিভাগ কর্মকর্তা রকিব উদ্দীন, ইউপি চেয়ারম্যান আজিজুল হক, খলিলুর রহমান ভুট্টু, নিজাম উদ্দীন, শফিকুল ইসলাম, শাহ মো. এনামুল করীম ইনু, দশমী সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আলেয়া বিলকিস, দেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহানারা পারভীন বিউটি প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সরকার এ দুটি বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছে। তাই সকলকে নিয়মনীতির মধ্যে থেকেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। রূপকল্প-২০২১ বাস্তবায়নে স্বচ্ছতার সাথে কাজ করার পাশাপাশি দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে হবে। তিনি রবীন্দ্রনাথের শেষের কবিতার উদ্ধৃতি টেনে আরও বলেন, মনে নেয়া আর মেনে নেয়া এক বিষয় নয়। মনে নিলে মেনে নেয়া হয়ে যায়। মাদক একটি বড় ধরনের অপরাধ। মাদকের কারণে অন্যান্য অপরাধও বেড়ে যায়। দামুড়হুদা সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এখানে মাদকের ভয়াবহতা রয়েছে। তারপরও বলবো সরকারের কঠোর অবস্থানের কারণে মাদকের প্রবণতা কিছুটা হলেও কমেছে। দামুড়হুদা একটি সম্ভাবনাময় উপজেলা। সকলের সহযোগিতায় এ উপজেলাকে একটি সুন্দর উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব। আর এটা করতে হলে আগে এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন করতে হবে, এর আগে তিনি দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে পৌঁছুলে তাকে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, রাশিক জিপি হ্যাচারি, ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশন, দামুড়হুদা প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন।