দামুড়হুদায় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন ও উপজেলা সমবায় কর্মকর্তা অশোক কুমার বিশ্বাস। কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান ববি, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল হাদী, সহকারী প্রোগ্রামার (ব্যানবেইজ) আব্দুল কাদির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, আজিজুল হক আজিজ, এসএএম জাকারিয়া আলম, খলিলুর রহমান ভূট্টু, প্রভাষক শরীফুল আলম মিল্টন, নিজাম উদ্দীন, শফিকুল ইসলাম, শাহ মোহা. এনামুল করীম ইনু প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক শাহারুল ইসলাম।