আলমডাঙ্গার পিটিআই মোড়ে মল্লিক স’মিলে লাইসেন্স না থাকায় জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার পিটিআই মোড়ের মল্লিক স’মিলের লাইসেন্স না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা ভূমি কর্মকর্তা সিমা সারমিন আদালত পরিচালনা করেন।
জানা গেছে, গতকাল সোমবার দুপুর ১টার দিকে আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের পিটিআই মোড়ের মল্লিক স’মিলের সরকারি বৈধ অনুমতি না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় মিল মালিক চুয়াডাঙ্গার বোয়ালমারী গ্রামের মৃত জব্বার আলী মল্লিকের ছেলে রফিকুল ইসলাম জরিমানার টাকা পরিশোধ করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা ভূমি কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমা সারমিন। সঙ্গে ছিলেন মুন্সীগঞ্জ ফাঁড়ি পুলিশের ফোর্সসহ টুআইসি এএসআই লিয়াকত হোসেন। এছায়া ভ্রাম্যমাণ আদালত ওই স’মিল বন্ধ রাখার নির্দেশ দেন।

Leave a comment