চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিট সেক্রেটারি সাহানকে শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের নবাগত সেক্রেটারি শহিদুল ইসলাম সাহানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়। নবাগত সেক্রেটারিকে ফুলেল শুভেচ্ছা জানান আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য আব্দুল হান্নান। এসময় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. রফিকুল ইসলাম ও ইউনিট অফিসার সাঈদ মো. শামীম রহমান উপস্থিত ছিলেন। এসময় নবাগত সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান আজীবন সদস্য আব্দুল হান্নানকে ধন্যবাদ জানান এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।

Leave a comment