স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের নবাগত সেক্রেটারি শহিদুল ইসলাম সাহানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়। নবাগত সেক্রেটারিকে ফুলেল শুভেচ্ছা জানান আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য আব্দুল হান্নান। এসময় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. রফিকুল ইসলাম ও ইউনিট অফিসার সাঈদ মো. শামীম রহমান উপস্থিত ছিলেন। এসময় নবাগত সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান আজীবন সদস্য আব্দুল হান্নানকে ধন্যবাদ জানান এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।
চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিট সেক্রেটারি সাহানকে শুভেচ্ছা
