চুয়াডাঙ্গায় জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ৪৮তম জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে ৩দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ ইয়া খান। খোল-মেলা বক্তব্যে নবাগত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খেলায়াড় ও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চা করবে। খারাপ সঙ্গ পরিহার করে কথাবার্তা ও কাজে কর্মে স্মার্টনেস প্রমাণ করবে। এর পাশাপাশি বাবা-মায়ের কথা শুনবে, তাদের আদর যতœ করবে এবং তাদের অবাধ্য হবে না। শুধু একটি বিষয়ে বাবা-মায়ের কথার প্রতিবাদ করতে হবে। সেটি হলো বাল্যবিয়ে দিতে চাইলে তার প্রতিবাদ করতে হবে। প্রতিবাদে কাজ না হলে সরাসরি নিকষ্টস্থ থানার ওসি, উপজেলা নির্বাহী অফিসার কিম্বা আমাকে (এসপি) সরাসরি ফোন বা ম্যাসেজ দিবে। সাথে সাথে একশন শুরু হয়ে যাবে। অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ ইয়া খান বলেন, আজকের খেলোয়াড়রা আগামী প্রজন্মের ক্রীড়াঙ্গনের নামি-দামি কর্ণধর। এখান থেকে ভালো খেলে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে দিয়েছে সরকার এ ইন্টার স্কুল খেলাধুলার মাধ্যমে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে।
অতিথিদের বক্তব্য শেষে দলীয় ও ব্যক্তিগত ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আমানূল্লাহ আহম্মেদ, সদর উপজেলা শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, আলমডাঙ্গা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, জীবননগর মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র সাহাসহ জেলা শিক্ষা অফিসের গোবেষণা কর্মকর্তা, পরিদর্শক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক শারীরিক শিক্ষার শিক্ষকগণ।
গ্রীষ্মকালীন খেলাধুলার ইভেন্টগুলো ছিলো বালক-বালিকা ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতার প্রতিযোগিতা। ফুটবল বালকে জেলা চ্যাম্পিয়ন হয় চুয়াডাঙ্গা একাডেমি ও বালিকা ফুটবলে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জীবননগর হাজী মনিরউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের বালিকা দল। অনুষ্ঠান শেষে চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার জাহিদুল ইসলাম তার নিজের পুরস্কারটি বালিকা বিভাগের আলমডাঙ্গা পাইলট বালিকা বিদ্যালয় দলের সেরা খেলোয়াড় বিদিশার হাতে তুলে দেন। এ সময় সবাই অবাক হয়ে পুলিশ সুপারকে ধন্যবাদ দিয়ে জয়রধ্বনী দিতে থাকে মাঠে উপস্থিত সকল খেলোয়াড় ও কর্মকর্তারা।

Leave a comment