চুয়াডাঙ্গা বাগানপাড়ার রাব্বি ডিঙ্গেদহে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে আটক

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা ডিবি পুলিশের পরিচয় দিয়ে ডিঙ্গেদহ বাজারে দোকানদারদের কাছে চাঁদাবাজি করতে আসা যুবক শরিফুল ইসলাম রাব্বিকে হাতে নাতে ধরে কিলঘুষি মেরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশে সোপর্দ করেছে ডিঙ্গেদহ বাজার ব্যবসায়ীরা। আটককৃত রাব্বি চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার মো. নজরুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকেল ৪টায় ডিঙ্গেদহ বাজারে। এ ব্যাপারে ভুক্তভোগী ওষুধ ব্যবসায়ী মোক্তার আলী ও বিরেন্দ্র কুমার জানান, আনুমানিক বিকেল ৪টায় শরিফুল ইসলাম রাব্বি তাদের দোকানের সামনে এসে চুয়াডাঙ্গা জেলা ডিবি পুলিশের পরিচয় দিয়ে বলেন, আমার নাম তৌফিক। আমরা ৪জন হিজলগাড়ি বাজারে অভিযান চালানোর জন্য যাচ্ছিলাম। রাস্তার মাঝে আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে। এ জন্য ডিঙ্গেদহ বাজারে ঘুরে আসলাম। কিন্ত আপনাদের দোকান খুবই ময়লা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করছেন। আপনাকে তো অনেক টাকা জরিমানা হবে। এই বলে সে আমাদের ড্রাগ লাইসেন্স ও ট্রেড লাইসেন্স দেখাতে বলেন। আমরা বলি লাইসেন্স দেখার এখতিয়ার আপনার নেই। ম্যাজিস্ট্রেট আসলে আমরা দেখাবো। তখন উনি বলেন আমাকে কিছু ব্যবস্থা করলে আপনারা পার পেয়ে যাবেন। এ সময় আমাদের নাম ঠিকানা ও মোবাইল নম্বর লিখে নিয়ে বলে কতো লাগবে আপানাদের রাতে জানাবো। এরপর চলে যান লিয়াকত আলীর মুদির দোকানে। এসে বলেন আমি ডিবি পুলিশের লোক। আপনার দোকানে খুব ময়লা ও মেয়াদোত্তীর্ণ মাল বিক্রি করছেন। আমার জন্য কিছু ব্যবস্থা করবেন। এরপর সে আজিজের ওষুধের দোকানে গিয়ে দোকানের মধ্যে ঢোকার চেষ্টা করেন। তার এ আচরণে সন্দেহ হলে বাজারের ব্যবসায়ীরা তাকে ধরে আটক করলে তার নাম শরিফুল ইসলাম রাব্বি বলে জানায়। এ সময় দোকানদাররা তার বেসামাল কথাবার্তায় উত্তেজিত হয়ে কিলঘুষি মেরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের হাতে তুলে দেয়।