স্টাফ রিপোর্টার: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার রিভিউ আবেদন খারিজ করে দেয়ায় তাকে ফাঁসি দেয়া হবে এমন খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে আবু শাহীন রঞ্জু (৩৬) নামে এক জামায়াত নেতা মারা গেছেন। নিহত রঞ্জু গুরুদাসপুরের নাড়িবাড়ি মোড়ের আশু প্রামাণিকের ছেলে এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি। গতকাল শুক্রবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের পরিবারসূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রিভিউ আবেদন খারিজ করে দেয়া এবং তার ফাঁসির সিদ্ধান্তের খবর শুনে জামায়াতকর্মী রঞ্জু মানসিকভাবে ভেঙে পড়েন। এক পর্যায়ে তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।