টিপ্পনী

খবর: (বেগমপুর বোয়ালিয়ার ফোরশেদ গ্যাঁড়াকলে)

 

পরের বিবি ভাগিয়ে নিলেন

পয়সা কড়ি দাগিয়ে নিলেন

গোটা সমাজ জাগিয়ে নিলেন

আপনি কোথাও না গিয়ে নিলেন

কী?

রাতের বেলায় কী হয়েছে

শুনে ফেলেছি!

 

কার বিবিকে উঠিয়ে নিলেন

বিয়ের বাতিক ফুটিয়ে নিলেন

প্রেমের মজা চুটিয়ে নিলেন

শেষে কি লেজ গুটিয়ে নিলেন

ছাই?

লজ্জাতে মুখ লাল হলো গো

কোথায় বলো যাই?

 

-আহাদ আলী মোল্লা