জীবননগর ব্যুরো: জীবননগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কেডিকে ইউনিয়ন একাদশ। গতকাল শনিবার বিকেলে জীবননগর স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকি,ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ^াস, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, কেডিকে ইউনিয়নের সাবেক প্রশাসক উপজেলা সমবায় অফিসার মোতাহার হোসেন প্রমুখ।
খেলায় উভয় দল গোল করতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত তা টাইব্রেকারে গড়াই। টাইব্রেকারে কেডিকে ইউনিয়নের গোলকিপার সাইমুম পর পর হাসাদাহ ইউনিয়নের একাদশের ৩টি সর্ট প্রতিহত করলে কেডিকে ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে। খেলায় ম্যান অব ম্যাচ নির্বাচিত হয়েছে কেডিকে ইউনিয়নের গোলকিপার সাইমুম। টুর্নামেন্টের সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন আন্দুলবাড়িয়া ইউনিয়ন একাদশের শান্ত। খেলায় রেফারি ছিলেন আব্দুস সবুর। তাকে সহযোগিতা করেন রবিউল ইসলাম রবি ও মুন্সী আব্দুর রকিব কিরণ।