মেহেরপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা কাবাডিতে আমঝুপি ফাইনালে

মেহেরপুর অফিস: মেহেরপুরে দু’দিনব্যাপী ৪৮তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা জেলা পর্যায়ে বালকদের কাবাডিতে সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ফাইনালে উঠেছে। গতকাল শনিবার মেহেরপুর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বালকদের কাবাডি খেলায় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ২৮-২৬ পয়েন্টে গাংনী উপজেলার হাড়িয়াদহ মহিষখোলা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। একই মাঠে অনুষ্ঠিত মেয়েদের কাবাডিতে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ২৫-৫ পয়েন্টে মুজিবনগর উপজেলার কোমরপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।